যে কোন দেশের যে কোন নাগরিককে ডেকে বলো,
ওরা বলবে দেশটি মায়ের মত,
মা যেমন ভুলেনা
সন্তানের বিপদে, সন্তানের লালনে।
তবে কেন মাকে এড়িয়ে যাবার এত চঞ্চলতা !
অনেক শুনেছি, অনেক দেখেছি , তোমাদের মিথ্যে অহমিকা
নিজের সুনাম বিনষ্ট করে গোষ্ঠি স্বার্থের পদতলে –তোমাদের ব্যস্ততা ।
উল্লাসের মুখ দেখেছি ষড়যন্ত্রকারীদের পাশে
তোমাদের চিনতে পেরেছি!
তোমরা সেই স্বার্থ্ লোভী ঘাতকের দালাল দেশদ্রোহী কুলাঙ্গার ।
যে কোন দেশের যে কোন নাগরিককে ডেকে বলো,
ওরা বলবে দেশটি মায়ের মত,
মা যেমন ভুলেনা
সন্তানের বিপদে ,সন্তানের লালনে।
পদ্মা সেতু ছিল ষোল কোটি বাঙ্গালীর স্বপ্ন, গর্বের প্রতীক, জাতির অহংকার
আমরা মুখিয়ে ছিলাম কালের সাক্ষী হতে
ষড়যন্ত্রের ঝড় হাওয়ায় গা ভাসিয়ে-তোমরা উড়েছিলে অট্ট হেসে-
ক্ষমতার লোভে ওদের সঙ্গী হয়ে – মাকে অপমানিত করেছো ।
আজ আর দুঃখ নেই- তোমরা হেরে গেছো
এই দেখ, সেই অপমানের ক্ষত আজ সম্মানের আসনে অধিষ্ঠিত
পদ্মা সেতু আজ কলঙ্কমুক্ত, আপন বলিয়ানে দীপ্তমান!!
এসে দেখ, পদ্মার বুকে গজে উঠেছে ষোল কোটি বাঙ্গালীর স্বপ্ন!
তোমরা ভুলে গেছো বাঙ্গালী বীরের জাতি, নতজানু হতে জানেনা ।
ধিক ধিক তোমারদের ধিক ! তোমরা ঘাতকের দালাল দেশদ্রোহী!!
কেন তোমার অন্তর কুলষিত, কেন তোমার এত হিংসের
কঠিন ভঙ্গি ?
তোমাদের চিনতে পেরেছি!
আজ হাসান হোসেন মহারতি তোমাদের দেওয়া কলঙ্ক হতে মুক্ত ।
যে কোন দেশের যে কোন নাগরিককে ডেকে বলো,
ওরা বলবে দেশটি মায়ের মত,
মা যেমন ভুলেনা
সন্তানের বিপদে, সন্তানের লালনে।
ঐ স্বপ্নের পদ্মা সেতু আজ কলঙ্কমুক্ত বিশ্ব দরবারে ।
সোনার দেশে, ষড়জাল, বিদ্রোহী  , কুচক্রের অগ্নি শিখা
লুকোচুরির বাঁধ ভেঙ্গে প্রকাশ্যে পদ্মার বুকে-স্বপ্নের সেতু
সমর রণ বীরদের মুক্তির শিহরণ, বিজয়ের ‍তুমুল খেলা...
----------------