আজো আমি মাতৃভাষায় প্রেমহীন প্রিয়সী দেখি
আজো আমি বর্ণমালায় ভিন প্রেমিকের গন্ধ পাই
বাহান্নর উত্তাল গর্জ্ন শুনি আজো বর্ণমালার ভেতরে
বাঙ্গালী কি ভুলে গেছে সেই গুলির শব্দ, সেই আত্নদান!
বর্ণমালায় ভিন প্রেমিকের গন্ধ পাই
মাতৃভাষায় লেগে আছে প্রেমহীনা প্রিয়সী।
এই মাটির শপথ নিয়ে একদিন ছালাম, বরকত ,রফিক ,জাব্বার
বাংলাভাষা রক্ষার স্বার্থে রক্তমাখা গায়ে তারা বুক বেঁধেছিলো!
পাকিস্তানী শাসকের রিবুদ্ধে ভেঙ্গেছিল নিষদ্ধ ১৪৪ ধারা,
মাতৃকার পূঁজে তারা ভেসেছিল উত্তাল রক্ত গঙ্গায়,
আজ তাদের আত্নদান হৃদয়হীনা ভালবাসায় অবরুদ্ধ
মাতৃভাষা  প্রেমহীন প্রাণে বন্ধী, ভিন প্রেমিকার অন্ধ মোহে
বাংলাভাষা আজ আঁধার কুঠিরে নিমজ্জিত!
এ যেন দেশদ্রোহী লজ্জায় পাকিস্তানী দোসরের জননী,
হে মাতৃভাষা--এর জন্য কি তোমার জন্ম ?
তবে কি তুমি প্রেমহীনা প্রেমিকার রক্তাক্ত নির্যাস ?
ভাষা শহীদের অর্জিত স্বপ্ন কেড়ে নিয়েছে ভিন বর্ণ্!
বর্ণমালায় ভিন প্রেমিকের গন্ধ পাই!!
মাতৃভাষায় লেগে আছে প্রেমহীনা প্রিয়সী।
আন্দোলনে পাওয়া,
তবু প্রেমহীনা হৃদে মাতৃভাষায় প্রেমের তুফান
অবহেলোয় অযত্নে জাতির গর্জ্ন-”আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস”
একুশে ফেব্রুয়ারী ফুলে ফুলে শহীদ মিনার প্রভাতী প্রহরে
জনতার ঢল-শুধু একদিনের জন্য মাতৃভাষার প্রেম ।
রক্ত দানের পাওয়া--অবহেলা কর যারে
সে মায়ের ভাষা, সে আমাদের ধ্বণি, সে আমাদের মুক্তি ।
বাহান্নর ভাষা আন্দোলন স্বাধীন বাংলা সৃষ্টির প্রথম ভিত্তি ।
একুশে ফেব্রুয়ারী-
রক্তে কেনা মায়ের ভাষা-আমাদেরই বাংলা ভাষা ।
অ ,আ ,ক, খ বাংলা বর্ণের প্রথম চোখ
চিত্ত উতলা বিশ্ব বুকে রক্ত ঝরা মায়ের সুখ !
------------------