যুদ্ধে উপস্থিতি যোদ্ধার পরিচয় যোদ্ধার সম্মান
চেয়ে দেখ,বিজয়ীর উল্লাসে বিজিতের অবদান
কে হেরেছে !কে জিতেছে! নাই ভেদ সমান সমান !
সাহসী সৈনিকেরা সমর রণে দেখে বিজয়ের সুখ
যোদ্ধা উল্লাসে আলিঙ্গ করে যুদ্ধের সম্মুখ ।
প্রতিযোগী নিজেকে তৈরী করে বিজয়ের দৃপ্তে
তারা অংশগ্রহণ করে গর্জে উঠে বীর্যের ভ্রতে
পশ্চাতমূখী হয়না কভূ প্রতিযোগীতার কঠিন শপথে..
আর তারা,
ভ্রান্ত লাজে  শত্রু ভয়ে হয়না কভু নতজানু
আর ঐ দেখ,
ভিতুর শরীরে আজ কম্পনের দুরারোগ্য ব্যাধি
ক্রমশ উঠেছে জেগে ক্ষয়রোগ,দন্ডহীন কাপুরুষ
যুদ্ধ ময়দানের ভয়ে অংগ্রহণ করে না, দুর্বল।
তাদের  উপেক্ষিত সতেজ দেহের রক্ত মাংসগুলো
নিজেকে আড়াল করে প্রতিযোগীতার ভয়ে…
যৌবনের শক্তিকে  বিলু্প্ত করে বিপথে গিয়ে
আফিম গাঁজা ধর্মান্ধের উগ্রবাদে শিক্ষাহীন অন্ধতে
কাপুরুষদের ধর্ম্ নেই, আছে ব্যর্থতা, আছে ঘৃণ্য বর্বরতা
শান্তির পৃথিবীতে বৈষম্যের রাজ্য গড়ে তুলে নিষ্ঠুর ভাবে
সখ্য গড়ে আঁধার পথে পর্দার অন্তরালে-ওরা ভিতু !
সাহসী সৈনিকেরা সমর রণে দেখে বিজয়ের সুখ
যোদ্ধা উল্লাসে আলিঙ্গ করে যুদ্ধের সম্মুখ ।
যোদ্ধা বিজয়ী হয়েছে সমর রণে বীর্য্ দৃপ্তে
তারা হেসেছে বিজিতের অংশগ্রহনে সম দীপ্তে ।
চেয়ে দেখ,বিজয়ীর উল্লাসে বিজিতের অবদান
কে হেরেছে ! কে জিতেছে !নাই ভেদ সমান সমান !
যুদ্ধে উপস্থিতি যোদ্ধার পরিচয় যোদ্ধার সম্মান ।
--------------