মেধার আলোয় মেধাবী জেগে উঠেছিল
কেউ শুনেনি, কেউ ফিরে দেখেনি
খাই খাই  আর উত্তাল দুর্ণীতির মধ্যে
হারিয়ে গিয়েছিল মেধাবীর আলো !


চাকুরীর বাজারে মেধাবী আবদেন করেছিল
কেউ শুনেনি, কেউ ফিরে দেখেনি
দারিদ্রতার করাল গ্রাসের বৃত্তের মধ্যে
হারিয়ে গিয়েছিল প্রত্যাশার বিন্দু ।


মেধাবীর আজ লজ্জা হয়, একি করুণ পরিনতি স্বাধীন দেশে
লাল সবুজের বুকে আজ  কলঙ্কের অভিশাপ !
মেধার ট্রেনে দাঁড়িয়ে মেধাবী স্বপ্ন দেখেছিল
একটি সোনালী বাশরের
কেউ শুনেনি, কেউ ফিরে দেখেনি


এমনকি, সেই চাকুরীদাতাও মেধাবীর মেধা যাচাই করেনি
পরীক্ষা উত্তীর্ণ্ হবার পরেই,  বড় অংকের হিসাব, জোর লবিং
অর্থ্ দৈন্যের বানে হারিয়ে গিয়েছিল মেধাবীর স্বপ্ন নোঙ্গর
মেধাবীর আজ লজ্জা হয়, স্বাধীন দেশে আজও দৃশ্যমান
পরীক্ষায় উর্ত্তীনের অভিশাপ।


মেধাবীর পথ চলা কি তবে মেধার অভিশাপ ?
বাংলার বুকে চাকরী পাওয়া কি অর্থের মানদন্ড ?
চাকুরীর বাজারে অনুগত কি যোগ্যতা ?
নাকি কোন স্বার্থ্ গোষ্ঠীর প্রতিনিধি হওয়া ?


মেধাবীর প্রেমে স্বপ্ন প্রেমিকাকে আলিঙ্গন করা কি পাপ?
এসব দুর্ণীতি বৈষম্য মেধাবী মেনে নিতে পারিনি
কিন্ত মেধাবী জেনে গেছে
চাকুরী বাজারে মেধা এক অভিশাপ ।
--------