তরুণ্যের উম্মাদনা দেখে বড় বেশী ভয় হয়!
যুবকের রন্ধে রন্ধে ধুরন্ধর পথ চলা-স্বপ্নহীন দেখে
যুবতীর গঙ্গায় উম্মুক্ত প্লাবন দেখে দেখে
দেশপ্রেমিকের চেতনায় বিদ্রোহী প্রণয় দেখে দেখে
লক্ষহীনা পথিকের মতো জাতির স্বপ্নগুলো
উগ্র কিরণের সঙ্গম দিবস গগণে!
গোধূলীর আগেই পশ্চিম দিগন্তে নত শির !
ভ্রান্ত ঘূর্ণি পাকে পরাজিত সৈনিকের মতো ভেঙ্গে !
পিতার স্বপ্নগুলো বিষাক্ত বেদনার অস্থি মজ্জা।


বিজয়ের এত কাছে এসেও
তরুণ তুরুণীরা কেন মুক্ত আকাশের মতো বিস্তৃত নয় ?
পিতার মন্ত্র পেয়েও
কেন তারা স্বপ্ন হারা ?
মরণ নেশার ফাঁদ থেকে কেন শুধু খুঁটে নেয় পরাজয়?
লাল সবুজের এত কাছে এসেও
কেন বিদ্রোহী প্রেমিকার বাশরে নিমজ্জিত?
কে নিবে এ দায়ভার ? কে দিবে মুক্তির পথ?


এইসব তীর্য্ক প্রশ্ন বহুদিন উচ্চারিত হতে হতে
স্বপ্নের যুবেরা ধবংসের উ্চ্চ শিখরে অবরুদ্ধ !
মুক্তি পথ আজও হয়নি দেখা, লাল-সবুজ প্রান্তরে
তারুণ্যের সম্মুখে এ কোন লক্ষহীন পিতার রাজ্য?
বড় বেশী ভয় হয় ! এ কোন অভিশাপে ?
------------------------