এক সত্য মিথ্যার গল্প নিয়ে বসে আছি
ক্ষমতার দিকে দৃষ্টি , ক্ষমতা দৃষ্টির অন্তরালে-
এক সত্য মিথ্যার গল্প নিয়ে বসে আছি
পবিত্র ইতিহাসের পাতা,কলঙ্কের অভিশাপ।
মুখোশধারী প্রেমিকার দল মীরজাফরের প্রেমে
মুক্তি যুদ্ধের সত্য ইতিহাস কেউ বলে না, আর এখন!


স্বৈর শাসকের অভিনব গণতন্ত্রে অবরূদ্ধ ইতিহাস,
বহুরূপী প্রেমিকের মনগড়া চিত্রে স্থপতির অর্জন
চির শুভ্র থেকে নিয়ে আসে মিথ্যের কালো দাগ..
প্রকৃত ইতিহাসের পশ্চাতে দেখি- কেউ নেই ;
এক সত্য মিথ্যার গল্প নিয়ে বসে আছি নতুন প্রজন্ম..
সেই কালের স্বাক্ষীরা অতিদ্রুত ভুলে গেছে ,
ভুলে যেতে চায়, ব্যাক্তি স্বার্থে কিংবা ক্ষমতার লোভে ।
সত্যের দিকে তাকিয়ে আছে নতুন প্রজন্ম …
যদিও তারা জেনে গেছে কার কি অবদান,
কে জনক? কে ঘোষক? কে কালজয়ী মহানায়ক?


মহানায়কের আঙ্গুলি নির্দেশে সৈনিকেরা ধরেছিল অস্ত্র
গেয়েছিল গান পিতার সুরে সুরে মুক্তির অভিলাসে
সেই প্রকৃত সত্যের দিকে চেয়ে আছি, চেয়ে আছি..
ছা্ত্র নয় ,শিক্ষকই আলো ,শিক্ষকই মহানায়ক …
স্বাধীনতার স্থপতি, মুক্তির উড়ন্ত নিশান !
পবিত্র ইতিহাসের নীলাভ কষ্টের পাশেই প্রলোভন
প্রত্যেকের অবদান গুলো জেগে উঠুক-
স্বীকৃতিপাক প্রকৃত সোনালী ভোরে ।


দৃপ্ত শপথে হাত রেখে নতুন প্রজন্ম দেখাচ্ছে পথ-
স্ব-ঘোষিত ঘোষকের!
ঘোষনা তন্ত্রে ক্ষমতার হৈ চৈ, বিষাক্ত রক্ত,নীল নকশা
ইতিহাস বিকৃতিকারী পরাজিত শক্তির দোসর ।
মুক্তিযুদ্ধের ইতিহাসে কাল দাগ আর এক মিথ্যা দাবী ।
ইতিমধ্যে সত্যে পরাজিত- মিথ্যে পরিচয় -মিথ্যে ঘোষক!
এক সত্য মিথ্যার গল্প নিয়ে বসে আছি
ক্ষমতার দিকে দৃষ্টি , ক্ষমতা দৃষ্টির অন্তরালে…
------------------