দেখলেই বুঝতে পারি, তুমি ভিন সংস্কৃতি থেকে এসেছো
ঐ নগ্নতা ,ঐ পোষাকের প্রদশর্নী বাঙ্গালীর নয়-
বুকের ঐ উর্ব্র ভূমি, নিমেষ উতালা ঝর্ণা ধারা
ঐ সিহরি ঠোট ঐ সঙ্গমের প্রকৃতি বাঙ্গালীর নয়!


দেখলেই বুঝতে পারি, তুমি ভিন সংস্কৃতি থেকে এসেছো
যৌবন কামড় রাস্তায় রাস্তায় ছুটেছে ধুলো কণা
উম্মুক্ত তরঙ্গে উত্তাল লাজহীন নদ-নদীর মোহনা !
হিংস্রের থাবায় সারা শরীর ক্ষত বিক্ষত রক্ত কাদায়
ঐতিহ্যের সংস্কৃতি কাতর, ইজ্জত লুণ্ঠিত সতেজ নিথর।
তোমার বস্ত্রহীনা দেহ উম্মুক্ত পাঁপড়ির বিলাসিতা
তোমার রাঙ্গা ওষ্ঠের চুম্মন ,
উম্মাদের মতো পথে ঘাটে নিশি পরি
পূলকের শুলে শুলে…তুমি বললে
কাম্য যৌবনে সন্ধির বৃষ্টি নামুক অঝোর ধারায় !


দেখলেই বুঝতে পারি, তুমি ভিন সংস্কৃতি থেকে এসেছো !
ঐ র্নিজ্জলতা ,ঐ উগ্রতা, বাঙ্গালী ঐতিহ্যর নয়…
নগ্নতা থেকে আসে বর্ব্র, পর্দা থেকে আসে শ্রদ্ধা
তুমি নগ্নতায় শিহরণ দেখতে পেয়ে
ক্ষণিকের উল্লাসে ।
এই পৃথিবীতে কতদিনের জন্য এলে?
আমরা সবাই সুরভী চেয়েছি
আমরা সবাই পবিত্রতা চেয়েছি
আমরা সবাই মর্যাদা চেয়েছি
তোমার ফুলে প্রেমের সুবাস চেয়েছি
দেখলেই বুঝতে পারি, তুমি বাঙ্গালী সংস্কৃতি থেকে এসেছো ।
----------------------