ব্যর্থ্ হওয়া মানে পরাজয় নয়-অক্ষমতা নয়
ব্যর্থ্ হওয়া মানে নয়, যুদ্ধ ত্যাগ করা নত শির
ব্যর্থ্ হলে যোদ্ধারও কিছু গর্জ্ন থেকে যায়
যোদ্ধা না-থাকার মাঝে ।
যদিও চরম বাস্তবতার কাছে নত হতে হয় কল্পনাকে
তবু প্রচেষ্টা প্রিয়তম


বাস্তব -কল্পনা জয় –পরাজয়
যুদ্ধে নিশান উড়ে সাধনার হয়
আর সবচেয়ে শক্তি এই যুদ্ধে থাকা
তবৃও কি আজীবন যুদ্ধে খাকা যায় !
পরাজয় সেখানেই ঘটে


ভীরুদের দুর্বল চিত্ত যখন আলস্য ‍দুয়ারে এসে
বিজয়ের স্বপ্ন ছেড়ে
এই যে হেরে হেরে
পরাজয় নিয়ে যেতে হয়
জাতিকে
ব্যর্থতার শিখরে
হঠাৎ গর্জে উঠে নাম না জানা কতক প্রত্যয়ী
অজান্তেই সিহরে ওঠি
সাফল্য এলো নাকি !
এমনি করে সাধনাই জিতবে, জিততে হবে….
যদিও চরম বাস্তবতার কাছে নত হতে হয় কল্পনাকে
তবু প্রচেষ্টা প্রিয়তম !!
----------------