একটি কবিতা পড়েছি, মুক্তির ধ্বনি শুনেছি,
অবাক বিষ্ময়ে  কবিকে দেখেছি বিপ্লবী মঞ্চে!
তবুও দুঃখ-ভারাক্রান্ত মনে জনতার মঞ্চে কবি
সাড়া বাংলার পথ ঘাট রক্তে রঞ্জিত
কবি বলতে চায় ,কবি শুনাতে চায়
বাংলার মানুষ মুক্তি চায়, স্বাধীনতা চায়, তারা অধিকার চায়
তেইশ বছরের  লাঞ্চিত বঞ্চিত শোষনের হিসাব চায় ।


কবিকে দেখেছি অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামে
জনতা এসছে , উত্তাল জন সমুদ্র, উত্তাল রেসকোর্স ময়দান !
”জয় বাংলা” শ্লোগানে শ্লোগানে মুখোরিত,তুমুল করতালি
কবি মঞ্চে উঠে দাঁড়ালো..
কবির উচ্চারন ,
কবিত্ব চাইনা, কবিতার অধিকার চাই,
ছয় দফা বাস্তবায়ন চাই; কিন্তু তা হল না !
শুরু হল কবির কবিতা …
প্রতিটি শব্দে ,প্রতিটি লাইনে ,মুক্তির গর্জ্ন, স্বাধীনতার গর্জ্ন.
স্বাধীনতা সংগ্রামের কালজয়ী নির্দেশনা,
যদি একটিও গুলী চলে তাহলে বাংলার ঘরে ঘরে দূর্গ গড়ে তুল
যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা কর ।
রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো।
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।


একটি কবিতা পড়েছি, মুক্তির যুদ্ধের র্নিদেশ পেয়েছি
শুনেছি কবির বজ্র কন্ঠ….
বাঙ্গালী মুক্তির অমর কবিতা,
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা ।