ওগো জনাবেরা,
খুব বিপদে পড়ে বহু পথ পাড়ি দিয়ে দিয়ে
তোমাদের দুয়ারে এসছি ।
একি চক্র! একি জাল পেতেছো গো জনাবেরা !
বিপদে পড়লে তোমাদের আচরন দেখলে মনে হয়
বিষাক্ত সাপের গা থেকে খসে পড়া
তোমরা এক নিস্প্রাণ পরিত্যক্ত খোলস।
ক্ষমতার উনোনে লোভের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদেয়
নীতি আদর্শ্ কর্তব্যবোধ মানবিকতা কিছু নেই
কিন্তু ঘুষের বাণিজ্যে তোমরা হরদম ।


ওগো জনাবেরা,
শপথ করেছিলে, বিপদে তোমাদের কাছে এলে
তোমরা নাকি পয়সা নিবে না!!
এখন দেখি সব মিথ্যে ,সব ঘুষের অন্তরালে
যখন যেমন চেয়েছো!
আর কত! আর পারি না- হে জনাবেরা !


ওগো জনাবেরা,
পিতা বলেছিল সোনার বাংলা স্বাধীন হলে
তোমরা নাকি প্রজাদের সব অধিকার দিবে
এখন দেখি নিজের ছেলে মাকে দুখান করে !
কষাই সেজে বীর দর্পে রক্ত চুষার ছলে ।


ওগো জনাবেরা,
ঘুষের পদক নিবে কি!!
হারভাঙ্গা পরিশ্রম করে তোমাদের দুয়ারে এসেছি
তোমাদের দিয়েগেছি যা ছিল, আজ নিঃস্ব !আজ নিঃস্ব!
তবু উদ্ধার হয়নি কাজ !
তোমাদের পকেট ভরে দিলুম, মন গলেনি তোমাদের
অধিকার বুকে চালিয়ে যাচ্ছো ব্যদনার অগ্নি শুল!


ওগো জনাবেরা,
স্বাধীন হবার পর থেকে স্বপ্ন দেখে দেখে
খুঁজেছি কত মুক্তির আলো সোনালী প্রভাতে
কিন্তু দেখেছি স্বাধীন জনতার অসহায় মুখ!
কর্তা ব্যক্তিদের দৌরা্ত্ব, ঘুষের বাণিজ্য।
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আঁখির জলে বলবো
দেখ ! তোমরা পার পাবে না, তোমরা অভিশপ্ত..
আমারদের অভিশাপ থেকে গজাবে,
তোমাদের ধবংস ,ঘুষের অগ্নি পদক!
---------------------