কবির  স্বপ্নীল আকাশে কত স্বপ্ন যে দেখে কবি
কত যে তুলির নিঁপুন ছোঁয়া  কাব্যিক চরনে চরনে
যেখানে আছে-প্রেম- মুক্তির স্পর্শ্ –প্রকৃতির খেলা
প্রিয়সীর মতো আলিঙ্গনে প্রনয়ের ওষ্ঠ চুম্বন !


মোহ জাগে কাব্যিক বাসরে উম্মাদ পাগলের মতো
যখন প্রিয়সী দেখে লাজুক চোখে বীরের হিংস্রতা
চাঁদের মুখ কলমীবন ছুয়ে চুপি চুপি মুচকি হাসে
কবি তাকায় শুধু তাকায় কল্পিত প্রেমিকার ভাঁজে
আলিঙ্গনে এই হৃদয় যেন ব্যাকুল সন্ধির মুহুর্তে।


কোন যে যুদ্ধ- কোন যে স্পর্শ্- কোন যে সঙ্গম- হায়,
নিঃস্বার্থের মতো লিখে যায় কাব্যের পাতায় পাতায়
তবু যে কেন কবির বঞ্চিত প্রাণ, প্রেমহীনা পথ চলা-
হয়নি জানা এখনো -কোন অপরাধে কবি দৈন্য!


পাঠক কই- পাঠিকা কই- কেমনে লিখে যায়!
কাব্যের স্পন্দন- কবিতার  প্রেম- প্রণয়ে আসে নাকো!
কবি যে চায় প্রিয়সীর প্রেম- হৃদয়ের আত্মদান
জ্ঞানের সঙ্গমে পাঠকের উচ্ছাস কবিতার উন্মদনা ।


কাব্যে আলো দিয়ে - কবি লিখে যায় মুক্তির অঙ্গীকার
তার ক্ষতবুক কিনার জুড়ে প্রতিরোধের বাঙ্কার
ফিরে আসুক আলোক দিনে কবিতার মহাবরণ
কবিতার ঘর জ্বলে উঠুক প্রিয়সীর আলিঙ্গন ।
------------------------