আলোটা ফিরিয়ে দিও রবি, সমস্ত সকাল
দুপুর বিকেল তোমার মধ্যে যা আছে।
যদি মনে হয়ে থাকে,ধরণীর পরতে পরতে আঁধার
আকাশের মেঘাচ্ছন্ন ভেলায় ঝলকানি নেই, যদি
দিগন্তের সীমানায় গোধূলীর আভা
পূর্ণিমা না পেরে থাকে জোনাকীর আলো জাগাতে,
অথবা পথ দেখাতে সমর বেরাকে,-
আলোটা ফিরিয়ে দিও রজনী গন্ধার সিন্ধ সুবাসে।
আলোটা ফিরিয়ে দিও, এ আলোটা যেহেতু তোমারই
যেন পারি নিতে আঁধারের ভিড়ে
কিরণের তীর্য্ক জ্যোতি, ঘনকৃষ্ণ আঁধার হৃদয়ে
প্রেমের আলোক স্পর্শ্। কোন অশুভ
হারাতে পারে না তাকে কঠিন দুঃখের আঘাতে
আলোটা ফিরিয়ে দিও, যাতে মুক্তি পাই, হে রবি ।
----------------