ঋতু চক্রে জেগেছে নব সূর্য্ নব কুসুম কলি
আজ ১লা বৈশাখ নতুন দিনের নব্বারতায়,
সৃষ্টির স্পর্শে জগত হাসে অনিন্দ্য সুন্দরও উল্লাসে
যদিও,
গগণে ঘন কালো মেঘ রৌদ্দুর লুকোচুরি নিদ্রাহীন;
এখানে ঘুর্ণি ঝড়ের ঝাপ্টা পশ্চাৎ ধাওয়া;
মেঘে মেঘে রঙ ধনু জাগে আজ মুক্ত আকাশে
জাগে নব রূপে কৃষাণ - কৃষাণী ,তরণ -তরুণী
খুলে হালখাতা, পূঁজারীদের পূঁজা বট মুলে
সাজে পত্র পল্লব , ফুটে পুস্প মল্লিকা অজস্র দ্বারায়
কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে
বসুন্ধরা ছেড়েছে দুরন্ত দুর্বার অলি গলি
নব সুরে বাজে কত রাগ রাগিণী !
মায়ের বুকে উঁচু শীষে নতুন ধানের গন্ধ ছড়ায়
তা দেখে, স্বপ্নের ছবি আঁকে কৃষাণ কৃষাণীরা ।
এই বৈশাখে কত উৎসব কত গান গেয়ে চলে
আজ ১লা বৈশাখ তাই নব নব আনন্দ দ্বারা বহে  ।
হটাৎ বহে বায়ু শন শন বাজে ঘূর্ণি নাছন
ভ্রান্তের স্পর্শে বৈশাখের ঐতিহ্য আজ ছন্দপতন!
আজ ১লা বৈশাখ পান্তা -ইলিশের জালে বন্ধী !
এ কি বৈশাখ!
নাকি বাঙ্গালীর ঐতিহ্যের সঙ্গে তামাশা?
এখানে তো প্রেম অচিন, বিদ্রোহী রঙের হাতিয়ার
থর-থর করে সারা শরীর, অভয় নেই তো আর ।
নিলর্জ্জ নগ্নতার ভয়ে সাধুরা বন্ধ ঘরে,
সব চুপচাপ; চায় না জাগে  বৈশাখী ঝড়ে।
বাঙ্গালীর বৈশাখী আনন্দ,ঐতিহ্য হারায়ে হারায়ে
অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠে তাই ঘুম কাড়ে
দুরন্ত দুর্বার ছুটে দিকে দিকে আজ পান্তা-ইলিশে
আজ ১লা বৈশাখ নতুন দিনের নব্বারতায়,
ভ্রান্ত আলিঙ্গনে বৈশাখ হাসে নগ্ন সঙ্গমের উল্লাসে ।
----------------------