শিক্ষাকে লালন করতে হয় জ্ঞানের স্পর্শ্ কুঠিরে
মুক্তি লুকিয়ে থাকে মানুষের আপনেরই আড়ালে
মানুষ বুঝেনা
সে ব্যস্ত জাগতিক মোহে কিংবা
দিগন্তের অদৃশ্য সীমানার খোঁজে
অথবা অন্য কোথাও হারিয়ে
আজকাল দেখে না সুনীল আকাশ
প্রকৃতির অপরূপ সৃষ্টির শৈলী
বুঝে না প্রেমের ভাষা, হৃদয়ের কান্না
দেখে না মূর্খের বিলাপ কিংবা বিজ্ঞের দৈন্যতা ।
দেখে না আপনের শিক্ষা
বুঝেনা জ্ঞান,অন্ধকার শালায় বন্দী হয়ে যায়
মানুষের বিবেকহীন শিক্ষা ।
ছলনাময়ী প্রেমিকার কাছে গিয়ে
বারবার হয়ে যায় অপদস্থ;
কিন্তু মানুষ বুঝেনা ।
যেমন মুর্খে থাকে আঁধারের কোলাহল
উত্তম চরিত্রের গর্বিত স্মৃতি আজিকায় ভুলে যায়
অসম্ভব লোভে খুন করে মানুষের শ্রেষ্ঠত্তকে
অথবা সে ধবংস আনে আপনেরই সতেজ প্রাণে
ঠিক যেন আলো আঁধারে তখন
পথ হারা পথিক!
শিক্ষাকে লালন করতে হয় জ্ঞানের স্পর্শ্ কুঠিরে
মুক্তি লুকিয়ে থাকে মানুষের আপনেরই আড়ালে
মানুষ বুঝেনা ।
----------------------