প্রকৃতির পথ ধরে ফিরে পাওয়া
নবীণ সাজে বৈশাখ এসেছে ধরণীর বুকে
অতীতের ঝরা জীর্ণ্ ব্যর্থতা ভুলে ভুলে
বৈশাখী সরবে শুকনো পাতার শব্দ; এখন নিঃসঙ্গ!
সেই সব কালিমাগুলো মুছে
মুছে মুছে মুছে মুছে জেগে উঠে
উঠে উঠে উঠে উঠে
প্রকৃতির সাজ যেন ঠিক তার, ঠিক তার ,ঠিক তার!
ভুলতেও পারি না এ যেন প্রিয়সীর স্পর্শ্
প্রথম রজনীর ফুল শয্যা!
নব আলিঙ্গনের উল্লাসে আগামীর অঙ্গিকার ।
এই বুকে, সুখ স্পন্দন, স্বপ্নীল চিবুকে ,এই স্পর্শ্ চিবুকে
সাগরে দু’পাশে যে উঁচু টিলা সেখানও
বুকে রাঙ্গা টিপ পড়া সবুজ কাপড়ে
সোনার বাংলা যেন,
ঠিক তার, ঠিক তার, ঠিক যেন প্রেমিকার হাসি !
অতীতে তাকাই আর ফিরে আসে না
কালিমাগুলো নেই,ঝরা জীর্ণ্ ব্যর্থতা ভুলে ভুলে
নবীণের উচ্ছাসে বৈশাখের প্রলয় এলো
বাঙ্গালীর ঘরে ঘরে শুকনো পাতার শব্দ
আজ সে স্তব্ধ ! আজ সে স্তব্ধ !
নবীণ জাগরনে
এসো হে বৈশাখ- শুভ বাংলা নব বর্ষ্!!
---------------------