উপলব্দি করেছি অনেকদিন..
মানুষের মনুষ্যত্ত কিংবা প্রেম চলে যাচ্ছে অবসরে,
ক্ষণিক অর্থ্ ক্ষমতার মুহূর্তে
মানুষের হৃদয় জ্বলেছে  দম্ভ অহংকারের অঙ্গারে
পবিত্র মনেরা বাধ্য হয়েছে , বেদনা বিধুর হতে হতে
এক পরাজয়ের অভিমূখে..
প্রাণ আর প্রেমের ভাবনায়
আজ শুধু জগেছে এক অভিনব ছলনা
প্রেম ভালবাসা ছুটেছে ঐ নোংরা নর্দমার ডাসবিনে..
ছুঁড়ে ফেলা কীট পতঙ্গের ভীড়ে- এক মরণ ব্যাধিতে


উপলব্দি করেছি অনেকদিন..
নিখিলের লোভ জ্বলে দিয়েছে এক অগ্নি নরক.
প্রেম আর জাগে না , ক্ষমতা আর দম্ভের দুঃসহ আঘাতে আঘাতে
বার বার বিপন্ন হচ্ছে কোমল প্রাণের প্রেম
মানবতা আজ হেরে গেছে
এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !
ক্ষমতা আর অস্ত্রের বন্যায় তলে গেছে কত নিস্পাপ প্রাণ
ছদ্মবেশী ধর্মের গজর্নে নিভে গেছে কত সভ্যতা আর প্রেম


উপলব্দি করেছি অনেকদিন..
নতুন আরেক উপলব্দি চাই
যেখানে থাকবে প্রেম , যেখানে থাকবে সাম্যের গান,
যেখানে থাকবে না বৈষম্যের নিখিল ।
উপলব্দির সময় এসে গেছে.
মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য


মানবতা আজ হেরে গেছে
এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !
------------------------------------------