কদর রাত্রি আরশ হতে নামিছে ফেরেস্তা দলে,
দয়মায় প্রভূর  আঁখি পড়িছে ওগো এ মানব কূলে
বান্দা তার খুশিতে খুশিতে জাগিয়া জাগিয়া পড়ে,
কোরআন আলো –জ্বলিছে তাহার অন্তর বহ্যিক জুড়ে!
ভয়ে ভয়ে কাঁপিয়া উঠিছে মুমিন প্রাণের আয়ু
আল্লাহর বান্দার মুক্তি দিতে অসিল কদর বায়ু;
প্রভূ প্রিয় নবীর উম্মত  জাগিছে রাত্রি ভরে,
ফরজ, সুন্নত, নফল নামাজ পড়িছে ধ্যান করে ।
ক্ষণিক আয়ুর প্রদীপ জাগিয়া রাখিল নবীর মান.
সবে কদর নিখিল বুকে গাহিল আল্লাহর গান
সর্ব্ শ্রেষ্ঠ উত্তম রাত্রি  ছুড়িছে কোরআন আলো
যেইবা চিনে, যেইবা বুঝে চিনিছে তারে ভালো।
রমজান রাত্রি মেলিছে ধরায় আল-কোরআনের ডালা
চির মুক্তির বার্তা লইয়া জুড়াইল নরক জ্বালা
বুঝিছে মুমিন জাগিয়ে রাখিছে ক্ষণিক দেহটি তার
জেসদায় লুটিয়া বিনিদ্র রজনী কদর করিছে পার ।
নতশির মুমিন তন্দ্রাহীন প্রাণ-অপরূপ, অপরূপ!
আল্লাহকে চিনিয়া ধ্যান করিতেছে কদর রাত্রি খুব।
ঘুমাইনি মুমিন কদর রাত্রি খুজেনি দিবসের ঊষা ।
গোলাম প্রাণের স্পন্দন জাগিছে পাইতে প্রভূর ভূষা!
---------------------------------------।