আপনার দায়িত্বে আছে যে ফাঁকি
চল তারে আগে দেখি,
দুর কর পরনিন্দা. আপনার কালো
জ্বালো আগে নিজ প্রদীপের আলো
দেখবে তুমি দেখবে অপরেই ভালো
যাহা আপনার নাই পরে কেন ভয়?
খোঁজে দেখ আপনার মাঝে যদি সে হয়!
জাগিবেই প্রদীপ আলো এ ভুবনময় ।
মিথ্যাকে সত্য করো
তোমার এ প্রাণ ?
এ কূল- সে কূল জিতবেই তুমি হাসিবেই সম্মান ।
করো না কো যেন কোনদিন কেনো
অপরের অসম্মান ।
লোভ লালসার এ ক্ষণিক বাঁধন
চিনিবেনা সে চিনিবেনা পর-আপন।
আপনার দায়িত্বে আছে যে ফাঁকি ?
আজই ভেবে একটু দেখুন।
এ ধরনি সে যে রঙ্গিলা আগুন!
-----------------------------