হে যুবক, তারুণ্য তোর বেশি ভালো লাগে,
দেখে তোরে স্বপ্নের মাঝে বড় আশা জাগে।
বিজয়ের স্পৃহা দেখিয়া তোরে বেশি ভালোবাসি
এ রুগ্ন, এ জীর্ণ্  দেহ প্রাণে জাগে হাসি,
এ মায়ের বক্ষ হতে রস-রক্ত নিয়ে
হাজারো স্বপ্ন জাগিয়ে ছুটেছিস ধাবিয়ে…
কর্ম্ মেধা বিলিয়েছিস এ মায়ের দেহে
অমৃত নারিস দিতে প্রাণপণ আজ্ঞাবহে
যুগ যুগ ধরে তুই  উত্তাল সমর ছাউনিতে
স্বপ্ন দেখিয়েছিস জাতিকে প্রভাত দুপুর নিশীথে—
পতাকা উড়িয়েছিস বিজয়ী বেশে হে দুর্বার
স্বপ্ন নাই , রচেছিস স্বপ্নের গল্প বহুবার !
তাই তোর মুখখানি দেখে দেখে স্বপ্ন বুঁনি
সকল বিজয়ে গান বাজুক তোর কণ্ঠ ধবনি।
------------------------------