পরাজয়ের মধ্যে জয় আছে,
            এই বিশ্বাসটি প্রাণে
সদা জাগে সংগ্রামের শেষে
              যদি  থাকে মনে।


যুদ্ধ গিয়েছে থেমে তবু
থামেনি যেন জয়ের স্পৃহা কভু;
             পরাজয়ে দেখি যেন
             অদম্য যুদ্ধ প্রাণে।


যুদ্ধে যখন পরাজয় আসে
            যোদ্ধা তখন ছুটে—
সবার চেয়ে বড় যে জয়
            সে জয়ে সে হাসে!


সকল পরাজয় গেল থেমে
দীপ্ত বিপ্লবে আসে নেমে,
রাত্রি শেষে যেমন দিবস এসে
সূর্য্ গগণ হাসে।


যুদ্ধ গিয়েছে থেমে তবু
থামেনি যেন জয়ের স্পৃহা কভু;
             পরাজয়ে দেখি যেন
             অদম্য যুদ্ধ প্রাণে।
------------------------