আমার কথা শোনো হে যত আছো প্রাণ,
যুগে যুগে কবিরা লেখেছে মুক্তির গান ।


কবির কবিতা ঘূর্ণি তুফান চির সত্যের ডাক,
যারা স্থম্ভিত, যারা ভীতু, তারাই নির্বাক !
কলম সেতো রুদ্ধশ্বাস বজ্র কণ্ঠ সুদীর্ঘ্ প্রতিবাদ
বীরদের বীর্য্ দূর্গের সেনাপতি নেই জাত ভেদ ।
কবিতা মৈত্রীর বাণী সারা পৃথিবীকে দেখে সে
প্রতিবাদে প্রতিবাদে রুখে দাঁড়ায় নয় আলসে।
ভীরুদের কন্ঠে আজে বাজে কথা যাবে শোনা
তবু কবির কলম চলবে কবিতা হবে রচনা
হে অনৈতিক প্রাণেরা করিস না তোরা আঘাত
ধৈর্যের বাঁধন যদি ভাঙ্গে হবেই কবির প্রতিঘাত ।
কবিতার দর্পণে চেয়ে দেখ তোদের কর্মের ভাষা.
নেই নেই কোথায় নেই এই বঞ্চিত প্রাণের আশা
কবিরা যদি না লেখে তোরা তেড়ে আসবি আবার
সাবধান! সাবধান! তোরা পথ পাবিনা পালাবার!
তোদের মুখোশ খুলে আছে  কবির কবিতায়..
হে সাহসী কবি,
চেয়ে দেখ, শতকোটি বঞ্চিত প্রাণ তোমার বন্দনায়।
অনৈতিকেরা চাইবেনা তুমি লেখ, তবু লেখ হে কবি..
কবিতা যে সমাজের দর্প্ণ, প্রতিবাদী প্রাণের ছবি।
চালাও কলম নিন্দাকে ভুলে কবিতার চরনে চরনে
নতুন রূপে শত রূপে জেগে উঠ ছদ্মবেশী দমনে ।


তবু লেখ হে কবি, কবিতার দর্পণে মানবতার পক্ষে।
কাঁপন উঠেছে ,কাঁপন উঠেছে, রক্ত চোষাদের বক্ষে।
------------------------------------