দোসররা কাঁদিয়া বলে ছাড়ি দে গলা,
তুই কোথা হতে এলি রে বাঙ্গালী পোলা ?
যেদিন মুক্তি যুদ্ধে তোরে দিল ছাড়ি,
সেদিন হতে পাকাস্তানী লেজঘুটে দৌড়ি
যোদ্ধা কহে, জিতেছি ভাই, ন মাস যুদ্ধশেষে
দেখিছে বিশ্ব কত রক্তে স্বাধীন বাংলাদেশ হেসে!
পাকিস্তানী হারি গেল, মু্ক্ত পতাকা পাই
আনন্দ উল্লাসে বাঙ্গালী ছুটে,বঙ্গ বন্ধু নাই
শত্রুরা বলে, এ স্থপতিকে আর যাবে না রাখা
লক্ষ প্রাণে মুজিব ছবি লাল সবুজে আঁকা
বাঙ্গালী বলে, কইরে তোরা, আয়রে ভাই ধেয়ে
দুঃখ কি আর আছে,  যুদ্ধে বিজয়ী হয়ে?
---------------------------------------