আমিত্ব
হাসান মোহাম্মদ রিপন


কেউ বলে আমি ভাল
কেউ বলে আমি
আসলেতে কে ভাল জানেনা অন্য কেউ
শুধু জানে নিজ মন কে ভাল কে মন্দ?


কেউ বলে কোন দোষ নেই তার মাঝে
দোষ যদি থাকে তা শুধু অন্যের মাঝে,
কেউ বলে কোন পাপ নেই তার মাঝে
দুনিয়া ভরে গেছে শুধু অন্যের পাপে,
কেউ ভাবে ভুল নেই তার কোন কাজে
যদি কোন ভুলও হয় তা কিন্তু অজান্তে।


কেউ বলে আমি পারি যত সব গল্প
কেউ বলে আমি করি যত সব পুণ্য
কেউ বলে আমি বিনে নাহি হবে কর্ম
কেউ বলে আমি সব গুনে পরিপূর্ণ
কেউ ভাবে সব আছে তাই আমি অনন্য
কেউ ভাবে সমাজেতে আমি অগ্রগণ্য।


আমি আছি -আমি ঠিক
বাকি সব ভ্রান্তি
এই থেকে শুরু হয় যত সব অশান্তি
নিজেকেই ভাল বলো নেই কোন প্রশ্ন
নিজেকেই সেরা ভাব এই হোক স্বপ্ন
এটা যেন না হয় তোমার আমিত্বের গল্প।


১৬.০৬.২০২২
চট্টগ্রাম।