ভাবনার যাতনা


             হাসান মোহাম্মদ রিপন


হৃদয়ের অন্দরে
উঁকি মারে নিমিষে
হয়তো পুলকিত আবেশে
কিংবা ক্ষণিকের পরশে
সুবাসিত স্নিগ্ধতায়
মুখরিত আবেগে
আলোকিত মননে
দোলা দেয় সজোরে।


ভাবনায় সারা দিন
কেটে যায় নিশিদিন
ভাবছি এ বেলা-কেটে যায় ওবেলা,
হয়তো সে বুঝে না
না পাওয়ার বেদনা
কিংবা সে জানে না
ভাবনার যাতনা,
মধুর ওই স্মৃতিসব
বেদনার বালুচর
না পাওয়ার হতাশা-কষ্টের নদী হয়।


ভাবনার আকাশে
উড়ে যায় সারাক্ষণ
মাঝে মাঝে বুঝে না
আহ্লাদে আটখানা,
এভাবেই দিন যায় -রাত যায়
স্বপ্নের বেড়াজালে বন্দী
না জানি কখন হবে সন্ধি
চাওয়া-পাওয়া -আনন্দ -বেদনার এই ফন্দি?


১৯.০২.২০২২
চট্টগ্রাম।