জীবনের জয়গান
  
               হাসান মোহাম্মদ রিপন
--------------------------------------


এসো মাতি তারুণ্যের উচ্ছ্বাসে
এসো করি জীবনের জয়গান
এসো হাসি মন খুলে
এসো গড়ি নতুন পৃথিবী
এসো নাচি -এসো গাই
এসো ভালবাসি মনেপ্রাণে
এসো  করি স্বপ্নের ফেরি
এসো কপটতা থেকে দূরে রই
এসো করি স্নান নব চিন্তায়
এসো মানি যত নতুনেরে।


জীবনের ঘানি টানা দিন আছে থাকবেই
জীবনের সংগ্রাম-আছে তা থাকবেই
জীবনের জয় পরাজয় আছে থাকবেই
জীবনের দুঃখ বেদন আছে থাকবেই
জীবনের ক্লান্তিরা আছে থাকবেই
জীবনের সফলতা ব্যর্থতা থাকবেই
জীবনের পিছুটান আছে থাকবেই
জীবনের চাওয়া পাওয়া আছে থাকবেই,
আমাদের ব্যস্ততা অবিরাম
তারপরও সবকিছু ঠিক ঠাক সর্বদা চলমান।


বয়সের চাহিদায় হতে পারে রোগ-শোক
জীবনের আয়োজনে ব্যর্থতা স্বাভাবিক
সময়ের প্রয়োজনে ব্যস্ততা আসবেই
দায়িত্বের মাঝখানে অবসরও থাকবে
কাজের মাঝে চিত্তসুখও লাগবে
মনের গহীনের ভাললাগা গল্প
রাঙিয়ে তুলি হোক না পরিসর যত স্বল্প।


আমাদের হাসিখুশি
জীবনের কোলাহল
জারি থাক নিশিদিন
আমাদের কল্পনা
স্থায়ী হোক চিরদিন
আমাদের স্বপ্নরা জারি থাক
জীবনের শেষ দিনও।


চট্টগ্রাম।
তারিখঃ ২০/০৭/২০২২ ইং