হাসান মোহাম্মদ রিপন
মৃত্যু চিরন্তন


আমার মৃত্যুর পরও নিয়ন লাইটের আলো জ্বলবে শহরে
প্রযুক্তির নতুন নতুন ছোঁয়া লাগবে প্রতিটি পরতে পরতে
পথচারীদের ব্যস্ততা থাকবে আগের মতই
ভিখারীর আনাগোনা থাকবে মোড়ে মোড়ে
বাড়বে গাড়ী নগরীর চিরচেনা রাস্তায়
হকাররাও থাকবে প্রতিটি সিগন্যালের জ্যামে


আমার মৃত্যুতে কোন কিছুরই পরিবর্তন হবে না সভ্যতা-সংস্কৃতি তার মতই আগাবে
ঠিক আগের মত পাখি গান গাইবে
প্রেয়সীর ভালবাসায় সিক্ত হবে মানুষ
প্রত্যাখাত প্রেমিকের বুকভরা কষ্টও থাকবে
আগের মতই কারো মন খারাপ হবে-কেউ আনন্দে আত্মহারা হবে


আমার চির বিদায়ের পরও নগরে থাকবে মানুষের বিচরণ
অবিরত চলবে সব আনন্দ আয়োজন
বসবে ঝলসা-চলবে আলোক সজ্জা
থাকবে কোলাহল-চলবে সব উপভোগ
পাণশালাগুলোতে বসবে জীবনের আয়োজন
রচিত হবে বহু আনন্দ -বেদনার কাব্যগাঁথা


আমার চির প্রস্থানের পরও সব কিছু আগের মতই থাকবে
হয়তো প্রিয়জনের কাছে  প্রয়োজন ফুরাবে
আগের মতই সকাল হবে-সন্ধ্যা নামবে
আগের মতই আকাশ জুড়ে বৃষ্টি নামবে
চাঁদনী পসর রাত আসবে
ফুলের সুবাস থাকবে
যৌবনের উম্মাদনা থাকবে
প্রেম থাকবে -হয়তো ভালবাসাও থাকবে
আবেগ-অনুভূতি-রাগ-ক্রোধ-কাম সব থাকবে


আমার মৃত্যু নিশ্চিতভাবে থামাতে পারবে না কিছুই
থাকবে জীবনের কোলাহল- মৃত্যুর নীরবতা
থাকবে বাঁচার আকুতি আবার মৃত্যুর প্রত্যাশাও
জীবনের গতি থাকবে- স্থবিরতাও থাকবে
কিন্তু থাকবনা শুধু আমি-দেখবনা সেসব আয়োজন
বুঝবনা নিজের অবস্থান-বৃথা আস্ফালন
জীবন - মৃত্যুর চিরন্তন কাছাকাছি সহাবস্থানও থাকবে
আমার থাকা না থাকায় যদি  কিছুই পরিবর্তন না হয়
তবে কেন আমার আমিত্ব নিয়ে এত ব্যস্ত সারাক্ষণ?


২৭/০২/২০২২
চট্টগ্রাম।