প্রত্যাশা ও প্রাপ্তি


  --------- হাসান মোহাম্মদ রিপন


প্রত্যাশা তো অনেক কিছুই
প্রাপ্তির খাতা শূন্য
তারপরও প্রত্যাশাটাই মানব মনের ধর্ম।


প্রত্যাশা তো কবি হবো -নিজের শুদ্ধ আবেগে
আবেগগুলো ছন্দ হয়ে কাজে লাগবে সমাজে।


প্রত্যাশা তো ভাবুক হবো-ভাবব মনের প্রেম নিয়ে
সেই ভাবনা ছড়িয়ে যাবে মানুষ থেকে মানুষে।


প্রত্যাশা তো প্রেমিক হবো-গড়ব অমর ইতিহাস
মানব প্রেমে বিলিয়ে দিব নিজের স্বপ্ন সহজাত।


প্রত্যাশা তো রাজা হবো-গড়ব এক রাজত্ব
মানবিক এক সমাজ হবে সবার সমান অংশীদার।


প্রত্যাশা তো মন্ত্রী হবো-নিজের মত রাষ্ট্র হবে
মন্ত্রীগিরি না দেখিয়ে জনসেবাই প্রধান ব্রত।


প্রত্যাশা তো মানুষ হবো -হয়তো মেকি মুখোশে
মুখশটাই আসল আমার-মানুষ আমি হলাম কই।


প্রত্যাশা তো মুক্ত হবো-নিজের মতের শক্তিতে
সমাজ নামের শিকলে ভাই,মুক্তি মিলবে কিভাবে?


জীবনটাতো প্রত্যাশারই -ছোট ছোট যোগফল
নাইবা হলো পূরণ সবি,তাই বলে কি ব্যর্থ?


২৩.১১.২০২১
চট্টগ্রাম।