দূর থেকে আসবে যত পরাজয়
দিন- রাত হবে তত দ্বিধাময়
বয়স বাড়ছে,সময় চলছে
পরাজয় আমায় আঁকড়ে ধরছে।


সমাজের চোখে ধুলো দিয়ে আজ যারা ভাল
বিবেকটা তাদেরই কালো
হচ্ছে প্রতিনিয়ত  তাদের জয়
দিনশেষে আমারই হবে পরাজয়।


ভাগ্য করেছে নিরাশ
তুমি করেছ উপহাস।
হেরে গিয়েও আমি জিতেছি
সততাকে আজও বুকে আগলে ধরেছি।


টাকার লোভে দেইনি বিবেকটাকে বিসর্জন
তাই বুঝি সমাজের খাতায় শুন্য অর্জন।
শুনে গেছি ঘরের নিন্দুকের কতো কথা
বুঝলো না তো কেউ আমার যতো ব্যথা।


সকাল থেকে রাত এই শহরে চলে মিথ্যা'র আভাস
পরাজয়ের মেডেল দিয়ে সমাজ দিয়েছে সাবাশ!!
ঘোরলাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্ন যে রঙিন
শুনে যাও,শুনতে কি চাও আমার যত পরাজয় রাত্রিদিন।