ছোট থেকে বড় হলাম পরিধি টা বাড়লো
যুগে যুগে সমাজটা অন্ধকারে ঢাকলো....।
টাকা টাকা করে হলো শিক্ষার মাথা কাটা
ইন্টারনেটে গেল চলে মানুষের নীতিকথা....।
সমাজটা চলে গেল ধনীদের কবলে....
ধনী তাই মদ খাই পোস্ট করি মাইডে'তে
শিক্ষাটা পেয়েছি নৈতিকতা ব্যতিত
ধর্মটাকে করছি প্রতিদিন বিকৃত
স্বপ্নটাকে ছুড়েঁ ফেলে সমাজটাকে দেখছি
"সমাজ কি বলবে”তা নিয়ে ভাবছি
টাকা আছে,মেধা নাই দাম আমার উপরে
টাকা নাই,মেধা আছে মাটি আমার কাঁপেরে...।
বিবেকটা আজ কারাগারে বন্দি
সমাজটা হয়েছে যত আপরাধের ফন্দি....।