ফুটপাত থেকে শুরু ফুটপাতে শেষ
কেউ হয় ধনী
কেউ হয় গরিব
অনেকে সব হারিয়ে হয়ে যায় নিঃশেষ


ফুটপাতের আলোয় কেউ নিচ্ছে শিক্ষা
নিজ সন্তান ফেলে গেছে, বাবা-মা আজ করছে যে ভিক্ষা।
পেট চালাতে বেছে নিয়েছে, পরিচয় তার ফুটপাতের হকার
সমাজের বুকে ডিগ্রি নিয়ে হয়েছে, শিক্ষিত বেকার।


প্রেম চলে দিন- রাত ফুটপাতের কোলে
কেউ বা আবার ছন্নছাড়া, বিষণ্ণতায় ভোগে।
ফুটপাতের ভাললাগা, হয়'না তো ভালবাসা
হারানো বন্ধুর দেখা মেলে, শুরু হয় গল্পের সাধনা।


ফুটপাতের ভয় সারাজীবন রয়
ছিনতাই,খুন,ধর্ষন কত কি যে হয়
কারো আছে বিছানা,কারো আছে ফুটপাত
মোটর বাইকগুলো ফুটপাতে তুলে, করে আজ উৎপাত।


পথ-শিশুদের জীবন যুদ্ধ কঠিন সংগ্রামে
অবহেলায় বেড়ে ওঠে ফুটপাত ও ষ্টেশনে,
হয়নি তারা তোমার আমার মত
একমাত্র ফুটপাতই হল তাদের বন্ধুর মতন।