চারদিকে চার-দেয়াল, চোখের দৃষ্টি নিভে আসে,
শিউড়ে উঠি অন্ধকারের কঠিন পরিহাসে।


অন্ধকারে দুঃখ আর অন্ধকারে জীবন
হারিয়ে গেল হঠাৎ আমার আলোকলতা-মন।


ছোট্ট একটি বেলকুনিতে,দেখা যায় না তারা আকাশে
রাত হলে স্মৃতি উড়ে ফ্যানে'রই বাতাসে।


চার দেয়ালের গল্প লেখা হয় ডাইরীর পাতায়
ডাইরীর ওই প্রিয় মানুষটা আজও মনের কোনায়।


ছোট থেকে বড় হওয়া, বড় থেকে বৃদ্ধ
চার দেয়ালেই মনটি রবে কবে যে হবে শুদ্ধ...!!!