স্বাধীন দেশের স্বাধীন চেতা, নই আমরা পরাধীন
তবুও কেন স্বাধীন দেশের বাক'টা হল অন্যের অধীন।
শহীদেরা দিল রক্ত, দেশ হল হানাদার মুক্ত
বাকশক্তি'টা রয়ে গেল আজও হানাদার যুক্ত।
জন্মের পর শিখেছি কথা,দিয়েছি শত মতবাদ
অজানায় যে কাছে ডেকছি নিজের মৃত্যু ফাঁদ।


বলব না কথা, দিব না কোনো যুক্তি
আগে জানলে জন্মের পরে কন্ঠনালি কেটে ফেলতাম সত্যি।
আজ তবে যারা তুলেছে বাক,লেখছে দেশকে নিয়ে চেতনা,
তারা বেঁচে নেই কেউ,রেখে গেছে সমাজে কালো বেদনা।


সমালোচনা করব না,দেশের অনিয়মে রুখে দাঁড়াব না
দিন আনব, দিন খাব,
দেশের কথা আমিই বা কেন চিন্তা করব?
তবে কি বুঝি বাকরুদ্ধ স্বাধীনতায় মারা পড়ব....!!!