আমি হাঁটি চাঁদ ও হাঁটে
আমার সাথে সাথে,
চাঁদের আলোয় পথটি ধরে
ঘুরছি নিশি রাতে,
যখন যেথায় যাচ্ছি আমি
চলছে আমার সাথে,
মেঘের মাঝে লুকিয়ে চাঁদ
বলছে অনেক কিছু
আমি থামলে চাঁদেও থামে
ছাড়ে না তবু পিছু,
আমি চললে সেও চলে
চাঁদের আলো কথা বলে,
চাঁদের আলো দেখে দেখে,
জোছনা গায়ে মেখে মেখে,
চাঁদ কে ছাড়া আকাশ জেনো
বড়োই মলিন লাগে,
চাঁদ যে আমায় রাত্রি বেলায়
আকাশ চূড়া থেকে,
স্বপ্ন দেখায় মেঘের ভেলায়
চাঁদে পাড়ি দিতে।।