মানব দেহের মাঝে চক্ষু র আড়ালে
কে তুমি করিতেছ বিরাজ?
তোমার কারণে মনের গহীনে
ক্ষণেক্ষণে শুধু দীর্ঘশ্বাস!
ভাবিয়া পাই না কূল-
কোথায় তোমার বিটপী র মূল?
দিশেহারা এই অদ্ভুত মনে,
খুঁজে ফিরি শুধু ক্ষণেক্ষণে,  
কোথা হতে কেমন করে!
চালাও জীবন জাহাজ মাস্তুলে,  
দেখাও পথের দিশা,
আলোকিত করো দিনের আলোয়
নয়তো কুহেলি ঘেঁসা।
তোমার তরে জীবন ভরে
স্বপ্ন দেখি অজানা মোহে
বলে দাও তুমি কি কারণে-      
এই পৃথিবীর বুকে আসা?
কী কারণে বা মানুষ মানুষে-
প্রেম ভালোবাসা?
সব ভেবে ব্যাকুল মন....  
কী ছিলো এ সবের প্রয়োজন?
কী কারণে এতো বিশাল আয়োজন?


অবশেষে পাইলাম কূল,
ঈমান সকল সুখের মূল।।