আমি নিজেকে
         নিজের মাঝে
         আত্ম গোপনে রেখে,
         অসীম দিগন্তে
         নিজেকে হারিয়ে
         খুঁজেছি ব্লাকহোলে,
         কখনো বা খুঁজেছি
         নীল ধরনীতলে,
         খুঁজে ফিরেছি
         জিপসি বেদুইন দের দলে,
         খুঁজে পাইনি নিজেকে
         নীল জলরাশি র তলে,
         হারিয়েছি আমি একা
         অজানা কোন এক স্থানে!
         যেখানে কেউ নেই,
         কেউ থাকেনা যেথা,
         আমি আছি তারি মাঝে
         দেখিতে নতুন দিগন্ত রেখা,
         ক্ষুদ্র জীবনের দৃঢ় প্রয়াসে
         এ জেনো মোর পরম চাওয়া,
         পাওয়া আর না পাওয়ার মাঝে
         আমার এই হারিয়ে যাওয়া।