সেই লাল আগুন
সাদা আর কালো ধোঁয়া,
পাখির মতো উড়তে চেয়েও
হলোনা তার আকাশ ছোঁয়া।
তার সেই শেষ চিৎকার,
ছিলো কতই না যন্ত্রণার,
জীবনের শেষ শব্দ ছিলো
শুধু নিজেকে বাঁচার।
চারিদিকে অবরুদ্ধ মানুষের কান্না
বুক ফাটা হাহাকার,
মুহূর্তেই লাশের  কাবাব!
কে দেবে এর জবাব???
কতো মায়ের বুক ভরা ব্যথা
হারালো আপন পরিবার
এ ঘটনা মেনে নিতে
কষ্ট হচ্ছে সবার!!!
হাসপাতালে লাশের সারি
আহত দের আহাজারি,
স্বজন দের আত্মচিৎকারে
আকাশ বাতাস হলো ভারী।


এভাবে আর কতো কাল
পুড়বে তারা আগুনে,
নির্বাক স্রোতার মতো
দেখবো মোরা দহনে।