যেদিন জন্মেছি আমি,এই বসু ধায়
সুখে ছিলো সর্বজন,কষ্টে ছিলো মায়,
কোলে তুলিয়ে নিলো মা,চির মমতায়
সুখ খুঁজে পেলাম জেনো মায়ের ছায়ায়।
সবাই জেনো তড়িঘড়ি (তারাতারি) করে,
কোলে তুলিয়ে নিলো মোরে যত্নে ধরে,
আমারে নিয়ে খেলার ছলে রইলো পড়ে
মা দেখে নির্বাক চোখে,আমারে কী করে!


শুধু সে আমার প্রতি সঁপিয়াছে মন,
শিখিয়েছে মাতৃ ভাষার সহস্র চরণ,
এতো দেখে শুনে তবু তৃপ্ত নহে মন
কে আর আছে এ বিশ্বে মায়ের মতন!
আজো তার তনু খানি পোড়ে মোর টানে
সুখে কী বা দুঃখে আছি মা সবই জানে।


সনেট: শেক্সপীয়রীয় রীতি (৮+৬)
মিল বিন্যাস: কখ,কখ/গঘ,গঘ/ঙচ,ঙচ/ছছ