মৃত্যুর অপেক্ষায় কাটাই সময়
কাটাই দিন রাত্রি
আমরা সবাই মৃত্যু পথ যাত্রী


নন্দিত এই মৃত্যুপুরী তে
নির্বাক বেঁচে  আছি
জীবনকে নিয়ে নিয়ত খেলি
মৃত্যুর কানামাছি


বেঁচে  থেকে দেখছি কতো
দিনের পর রাত
সবকিছুর একদিন হবে অবসান 
যেদিন গ্রহণ করিব মৃত্যুর স্বাদ


নরকের ভয়ে ছুটতে হবে
পুণ্যের দর বারে
নরক এখন ঘরে বাহিরে
ঘুরছে দ্বারে দ্বারে


ঈমানের তরে জীবন ভরে
রাখতে হবে নামাজ ধরে
ইহ কালের আর পর কালের
শান্তির কথা স্মরণ করে


অনুভূতির সব মাধুর্য দিয়ে
ভালো মন্দের বাদ বিচারে
মানতে হবে নবীর কথা
বিচার দিনের মালিক খোদা