কী অপরূপ সাজে সাজিয়েছ
প্রকৃতি তোমার রূপ,
দেখিয়া ভরেছে সিক্ত হৃদয়
তখনি কেঁপেছে বুক।
আকাশ ছোঁয়া পাহাড় তোমার
সাগর ভরা জল,
তারি মাঝে উড়ে বেড়ায়
শত পাখির দল।
অন্যদিকে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
ঢাকে না সে পুরো আকাশ
তবুও এ খেলা।
কেউ কোনদিন এই নীল কে
করতে পারেনি জয়,
তবুও এসেছে বারবার ফিরে
করতে নিজের ক্ষয়।
নীলের মাঝে যে গুণ আছে
তা অন্য কারও নেই,
ভাবো যদি গভীর মনে
সাক্ষী প্রকৃতিতেই।
প্রকৃতির মাঝে জলে ও স্থলে
যে নীল প্রতীয়মান,
আমি করি তারি গুণগান।