অন্ধকারের মায়াজাল কাটিয়ে,
উদিত হে রক্তিম রবি,
পূর্ণ করো আলোয় তোমার,
পৃথিবীতে যা আছে সবি।
পাখির গানে,মায়ার টানে,
রাখাল বাজায় বাঁশি,
কৃষকের ভরা সবুজ মাঠে,
দোল খেয়ে যায় হাসি।
চাষ করছে চাষী রা আর,
মাছ ধরছে জেলে,
ছেলে মেয়েরা করছে খেলা,
ছোট্ট নদীর কূলে।
মাঝি রা সব নৌকা নিয়ে,
ভিড়ছে নদীর ঘাটে,
একটু পড়ে ছুটবে সবাই
উজান তলি র হাটে।
হাট বসেছে ভর দুপুরে,
শত শত লোকের ভিড়ে,
দিন শেষে সব ঘড়ে ফিরে,
ক্লান্ত ক্ষণে আপন মনে,
জুড়ায় পড়ান জুড়ায় গানে।
চেয়ে থাকে সব আকাশ পানে,
খুঁজে ফিরে জীবনের মানে,
এভাবেই চলছে খেলা....
আবার উঠিবে সূর্য সকালবেলা।।