স্বাধীনতা আমি দেখিনি,
দেখিনি  আমি যুদ্ধ,
ইতিহাসের পাতায় চোখ রাখলে
সবকিছু হয়ে যায় স্তব্ধ!


হিমালয়ের পাদদেশ হতে
বহমান স্রোতের আ'দলে
স্বাধীনতা আসেনি ভেসে।
রক্তিম সূর্যের ঝলমলে আলোয়
ভেসে আসেনি নিমেষে।


তার আসার পথটি ছিলো-
খুবই জরাজীর্ণ,মরণাপন্ন।


আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে হাজারো স্মৃতি।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে হাজারো ব্যথা।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে শহীদের রক্তের গন্ধ।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে  লাখো শহীদের প্রাণ।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে মা ও বোনের সম্ভ্রম।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে ক্ষুধার জ্বালায় কাতরানো সন্তান।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে ঘর ছেড়ে পথে নামা ত্যাগী মহান।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে লাখো মায়ের আত্বচিৎকার।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে পাকসেনাদের অত্যাচার।
আজকের এই স্বাধীনতায়,
মিশে আছে বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ।
সে আত্মবিশ্বাসে ভুলে শাসন বাড়ন,
যুদ্ধ করে মৃত্যুকে তারা করলো বরণ।
মৃত্যুর মিছিল শেষে পতাকা হলো স্বাধীন
স্বাধীন স্বাধীনতা তুমি নও আর কারও অধীন!
মানবতার জন্য যারা করলো বলিদান,
ইতিহাসে তোমাদের কখনো হবেনা উত্থান।
স্বাধীনতায় জন্ম হলো বাংলার,
বিনিময়ে পেলাম মাতৃভূমি,
সালাম জানাই তোমাদের প্রতি,
বাংলাদেশ যে তুমি।।