কোথায় তুমি আছো?
কবে হবে তুমি আমার?
কোথায় গেলে পাবো আমার
বাম পাঁজরের হাড়!!


বউ আমার তুমি আমার
একমাত্র অবলম্বন,
তোমার জন্য হৃদয়ে আমার
হাজারো স্বপ্নের অবলোকন।


অপেক্ষাকৃত প্রতিটি ক্ষণে
খুঁজে ফিরি শুধু মনে মনে,
কোথায় গেলে পাবো  তোমায়
এ মন তা নাহি জানে!!


অনেক দিনের স্বপ্ন আমার
করবো আমি বিয়ে,
জীবন নদীর বহমান স্রোতে
সময় যাচ্ছে ঘনিয়ে।


কতো কাল আর এভাবে
রইবো আমি একা,
লাল টুকটুকে একটি মেয়ে
দিবে কী আমায় দেখা?


ভ্রান্ত ভুলে জীবন কূলে
আসবে কী বয়ে সে ক্ষন!
মধুর সঙ্গ দিবে কী ধরা
পরিপূর্ন করে জীবন মন।