কে তুমি সুন্দরী অপ্সরী
রূপের ছটায় আহা মরি মরি,
যখনি তোমারে দেখেছি
তোমার প্রেমে গিয়েছি পড়ি।


আমার দেহ,মন,প্রাণ
হয়ে গেছে ক্ষাণ ক্ষাণ,
তোমারে না পেলে
এ হৃদয় হবে শ্মশান।


গগনবিহারী পাখির মতো
চেয়ে আছি আমি অনবরত
ধুকপুকানি হৃদয় জুড়ে,
মনের কথা ভাসিয়ে সুরে
ডাকছি তোমায় আপন নীড়ে।


গভীর জোছনা রাতে
নীল কমলিনী অতিথি হয়ে,
তুমি আসলে নিসর্গ ভূমিতে,
চন্দ্র জেনো লুটিয়ে পড়ে
তোমার তুমি তে।


মুহূর্তেই স্বরূপে ফিরিয়ে আমায়
মিলিয়ে গেলে দূর অজানায়
খুঁজে ফিরি এখনো তোমায়!


মিশে আছো মনের কোণে,
স্বপ্নে বিভোর প্রতি টা ক্ষনে।।