সেই শৈশবের কথা
তোমাকে অনেক বেশি রাগাতাম,
কথায় কথায় তোমাকে রাগাতে
কেন জানি অনেক ভালো লাগতো,
আর তুমি এত বিরক্ত হতে
মাঝে মাঝে অভিমান করে
আমার সাথে কথাই বলতে না!
তখন তোমার মুখ খানিকটা
মলিন হয়ে যেতো রাগে ক্ষোভে,
আর আমি চুপটি করে লুকিয়ে
তাকিয়ে থাকতাম তোমার দিকে,
কাউকে নালিশ করো কী না
এই ভেবে সজাগ দৃষ্টি রাখতাম,
কিন্তু না তুমি কাউকে আমার নামে
কখনোই নালিশ করোনি!!
সব অভিমান লুকিয়ে রেখেছো মনের কোনে
তখন নিজেকে নিজের কাছে অনেক
বড় অপরাধী মনে হতো,
কিন্তু তোমাকে কখনো স্মরি বলা হয়নি!
অতঃপর হঠাৎ কোথায় যে হারিয়ে গেলে
তোমাকে অনেক খুঁজে ফিরেছি
কিন্তু কোথাও খুঁজে পাইনি,
শুনেছি তুমি অনেক দূরে চলে গেছো,
তোমাকে কথাটি বলতে পারলাম না
এই ভেবে ভেবে অনেক কষ্ট পেয়েছি,
আস্তে আস্তে স্মৃতির পাতা হতে-
কখন তুমি মলিন হয়ে গেছো,
কখনো তা বুঝতে ই পারিনি!
আজ হঠাৎ তোমার কথা মনে পড়ছে,
মলিন হয়ে যাওয়া স্মৃতি গুলো
আমাকে কল্পনায় তাড়িয়ে নিয়ে যায়,
তোমাকে খুঁজে বেড়াই কল্পনার রাজ্যে,
যদি খুঁজে পাই এই প্রত্যাশায়,
দিন যায় রাত যায় আসলে না তুমি
তোমার অপেক্ষায় পথ চেয়ে
আজও আছি আমি,
আমার উপর কী তোমার
অভিমান এখনো কমেনি।।