বিচ্ছিন্নতার ভূতে পেয়েছে আমাদের
আমি দাঁড়িয়ে আছি নিঃসঙ্গ একটি গাছ
খবর রাখি নাই খরা ও ঝড়ের
তুমুল আন্দোলনে খাবি খায় ক'টি মাছ
প্রসিদ্ধ জমিনে রক্তের স্রোত বহে
আকাশে চক্কর খায় সেই পুরাতন শকুন
মার খেয়ে মানুষ মুখ বুজে সহে
পাষাণ পরানে কি দিয়া মেলে সুকূন্


মানুষের সাথে মানুষের হয়না দেখা, হয়না হৃদয়ঙ্গম
শুনি ন্যুব্জ জনতার ফিসফাস আওয়াজ
ব্যক্তিগত খোলসে মুখ লুকিয়ে খোঁজে নিরাপত্তার ওম
অলক্ষ্যে ওঁৎ পেতে থাকে শিকারী বাজ-


ছোঁ মেরে তুলে নেয় তীক্ষ্ণ নখে
খোলা ফাঁটায় কঠিন আঘাতে
জীবন সঞ্চিত ধন ধরে রাখে যক্ষে
শুধু এই ভাবনা;
আমার সন্তান যেন থাকে দুধেভাতে!