আমার মন খারাপ হলে- বিকেলে তোমার ছায়ায় গিয়ে বসি
বুদ্ধের সাথে অশ্বত্থের যে সম্পর্ক ছিল
এখন তোমার আমার সেই সম্পর্ক-
প্রেম নয়,ছলনা নয়
অঞ্জনা নদীর জলে বয়ে গেছে সময়।
সাংসারিক দৈন্যতায় ক্লিষ্ট হয়ে তোমার ছায়ায় এসে বসি,
তুমি আমায় মার্গ দর্শন করাও;
বহু পুরাতন ভুল হতে উঠে আসে বোধ!
তোমার নিবিড় ছায়ায় আমার শরীরের নিবেদন জুড়ায়
জ্যোৎস্নার সম্মোহনী আহবানে
তুচ্ছ ঘর, তুচ্ছ নারী -
আর প্রতিহিংসা সব গুঁড়ো হয়ে যায়
লোভের অন্ধকারে জ্বলে ওঠা শোক-
কবিতার মতো মিথ্যে মনে হয়
কপটতার কপাট আঁটা দরজায় কড়া নেড়ে ক্লান্ত হলে
তোমার মাটির হৃৎপিণ্ডে আমাকে মাথা রাখতে দাও
তোমার পল্লব-শীতল নি শ্বাসে আমাকে নিবৃত্ত কর।