ক্ষুধা আসছে হা হা রবে,এবার তবে কী হবে রে হাড়হাবাতের দল?
জানি জানি তোদের গায়ে একটুকু নাই কেড়ে খাবার বল!
আপন ভাইয়ের গোস্তো খাবি থুয়ে ঘরে মায়ের লাশ,
আগেও তোরা তাই করেছিস সাক্ষী আছে ইতিহাস।
তোদের থেকে ঢের ভালো ওই ভাগাড় পাড়ের কাকের ঝাঁক,
দলের একটি মরলে কেঁদে হাঁক ছেড়ে দেয়  ইনসাফের ডাক!
যখন খুন হয়ে যায় তোর সহোদর ওঁদের পাতা ক্ষুধার ফাঁদে,
তুই বিবির কোলে ঘুমিয়ে কাটাস রাত ভোর হয় নির্বিবাদে!
তোদের ঘরে ইনসানিয়াত মলাট বাঁধাই কুরান বেদে,
তবু মনের খেদে জনম গেল পিঠের সাথে পেট বেঁধে;
তোর ইমানের জোর নাই -ন্যায় জিহাদের ভোতা তলোয়ার
মাটির ঢেলায় মাথা ন্যূয়ে আর সোজা হয়নি কারো ঘাড়
তাই তোদের ঘাড়ে'ই পা রেখে আসছে আবার কালের আকাল
ক্ষুধা আসছে হা হা রবে,বিশ্ববাগান খচবে হাতি- শুয়োর পাল।