সুখের দিনে মানুষ দুঃখটাকে মনে রাখেনা রে বাবুয়া,সেই সব মুখ-
কখন মুঁছে যায়;মেঘলা দিনের শেষে রোদ হাসলে-
যেমন আকাশ মুঁছে ফেলে মেঘের চিহ্ন,
তু জানিস লা?
মানুষের মন তো আকাশ!
অতীত,সে তো নরম জমিনের মতোই;
বৃষ্টি শেষে কেবল পাককাঁদা জমে থাকে ক্ষণিকের লাইগে
সে কাঁদা বেশি ঘাঁটলি শরীরে নোংড়া লাগে।
তোর মনে আছে কেনে-
আসার সময় কোন দেয়ালে পিক ফেলেছিস?
মনে লাই রে,মনে লাই।
সুগন্ধি মসলাদার পান মুখেপুরে চক্ষু বন্ধ কইরে-
সুখের সায়রে ডুবলি
হোট লাল করি মোর ঘরে ঢুকিলি
হামার সাথ ক্ষণিক সময় কাটালি ফুর্তিতে
জানিস লা তু,হামি তোর শহরের -ও পুরাতন দেয়াল আছি!
কখন কোন দেয়ালে পিক ফিলেছিস-
ওয়া মনে রাখবার কি কাম?
বেশ্যার বুকে না মেঘ আছে- না আছে রোদ!