এই যে কবিতার ফ্যান্টাসি কেটে যাচ্ছে আমার
ক্ষুধা তেষ্টায় মরে যাচ্ছি
চুলায় গরম হচ্ছে হাঁড়ি ভর্তী জল
শব্দরা বলকে উঠছে
আমাদের প্রেম স্ফুটনাঙ্কে পৌঁছে
ঘরময় বিরহ বাষ্প ছড়ায়
ঠোঁটের থার্মোমিটারে গুড়ো হয়েছে ১০০ গোলাপ
চড়ছে পারদ, জ্বরের শরীর
কবিতা সে কাগজের নাও,গেলাস জলে ভাসাই রাতে-
নষ্ট জলে ডুবব এবার,কী আসে যায় তোমার তাতে?