দুয়ারে কড়া নাড়তে নাড়তে আমি ক্লান্ত-
বিশ্বস্ত হাত গুলো ব্যস্ত;
নেইল পলিশে রেঙে ওঠা নখ
মেহেন্দি নষ্ট হোক।
কেউ তো দুয়ার খুলে দাও
নিকষ অন্ধকারে আমি আর কতক্ষণ?
কেউ তো আলো জ্বালো-
আচ্ছাদিত বুকের বোটায়।
নিঃসঙ্গতার জোনাক জ্বলে পরিত্যক্ত কুয়োপারে
কেউ তো আছে-
সঞ্জীবনী জ্যোৎস্না নিয়ে ঠোঁটে!
কেউ কি আছে?
কপাটে লাথি মারতে মারতে আমি ক্লান্ত
সমস্ত হাত ব্যস্ত-
পুজোয়,নৈবেদ্যে,মানবিক সংসর্গে!
আমি কি তবে স্বর্গদ্বারে লাথি মারব?
ঈশ্বরকে তো দেখে এলাম
তাস বেটে বসে আছে মন্দিরে;
গঞ্জিকার সুতীব্র ধোঁয়ায় ঈশ্বরের চোখ লাল
পূজারীগণ টাল মাটাল!
আমি সেখানে দু'পেগ মেরে এসেছি
নিঃসঙ্গতার জোনাক জ্বলে পরিত্যক্ত কুয়োপারে
কেউ কি আছে?
এক ঘরা জল হবে -আমি বড্ড তৃষ্ণার্ত।